চিনের নতুন বাস এবং ট্রেন এর সিস্টেম
Md. Ashraful Haque, 10-Dec-2007
ভিউ : 25480
সময়ের সাথে সাথে বাড়ছে মানুষ। বাড়ছে কাজের প্রয়োজনে মানুষের বাইরে বের হওয়া। আর বাইরে বের হওয়া মানেই রাস্তা দিয়ে কোথাও যাওয়া। কিন্তু বাড়ছে না রাস্তা। অল্প রাস্তা+অনেক মানুষ => অল্প রাস্তা+অনেক গাড়ি => ট্যাফিক জ্যাম। এই থেকে উত্তরনের জন্য জন্য চীন চিন্তা ভাবনা করছে বিকল্প কিছুর। এই বিকল্প কিছু হলো রাস্তার বহুমুখি ব্যবহার। নিচের ভিডিওটি দেখলে আরও বেশি জানা যাবে।
মন্তব্য সমুহ