mapelastic, পানি রোধক উপাদান

Md. Ashraful Haque, 17-Nov-2012
ভিউ : 59241

কংক্রিট রক্ষা এবং পানি প্রতিরোধক করার জন্য এই উপাদান ব্যবহার করা হয়। এটি MAPEI কোম্পানির তৈরি এক ধরণর ক্যামিকেল। দুটি উপাদানের সংমিশ্রনে এটি ব্যবহার করতে হয়। এর মধ্যে একটি হলো তরল এবং অপরটি হলো পাউডার।

যেসব জায়গায় ব্যবহার করা যেতে পারে:

১. পানির ট্যাংক, বা যেইখানে পানি জমে থাকে।

২. ব্যলকোনি বা বারান্দা।

৩. প্লাস্টার বোর্ড, জাহাজের প্লাই-উড, সিমেন্ট ব্লক ইত্যাদি।

৪. পানিরোধি রিটেইনিং ওয়াল।

৫. আবহাওয়া বা পানির জন্য ক্র্যাক দেখা দিলে।

৬. সুমদ্রের পানি বা লবনাক্ত পানি সংলগ্ন ওয়াল,স্ল্যাব ইত্যাদি।

কারিগরি গুনাগুন

দুটি ভিন্ন জিনিষের সমন্বয়ে এটি তৈরি করা হয়। এই উপদানগুলি সিমেন্ট,এগ্রিগেট,আঠা এবং সিনথেটিক এর উপর ভিত্তি করে তৈরি করা। যখন এই মিক্সিং করা হয় বা মেশানো হয়। তখন এটি ২মিলিমিটার পর্যন্ত প্রতি লেয়ারে প্রলেপ দেয়া যায়।

এটি ১.৫ বার পর্যন্ত প্রেসার নিতে পারে। এই প্রেসারেও পানি ভেদ করতে পারে না। আবার সুমুদ্র এলাকা যেখানে আবহাওয়াতে প্রচুর লবন থাকে বা শিল্পাঞ্চল যেখানে বাতাস দুষিত সেখানেও এই মে-প্লাসটিক ব্যবহার করে সুফল পাওয়া যায়।

যেভাবে তৈরি করতে হবে

১. উপদান দুইটি ব্লেন্ডার এর মত করে মেশাতে হবে। প্রয়োজনে ড্রিল মেশিনের বিটের মাথায় লোহা ওয়েল্ডিং করা যেতে পারে।

২. পাউডার এবং তরলের মেশানোর অনুপাত হবে ৩:১।

সতর্কতা

১. এক লেয়ারে ২মিলিমিটার এর বেশি প্রলেপ দেয়া যাবে না।

২. ৮ ডিগ্রি সেলসিয়াস এর নিচে এটি ব্যবহার করা যাবে না।

৩. এর সাথে সিমেন্ট বা এগ্রিগেট ব্যবহার করা যাবে না।

৪. যদি বড় সমতল ছাদে ব্যবহার করা হয় তাহলে গ্যাস পাইপ সঠিক স্থানে রাখতে হবে।

মন্তব্য সমুহ

সাম্প্রতিক কমেন্ট
  • তাহলে এটা কি পানিতে ভাসে ?
  • I need question
  • https://drive.google.com/file/d/1jfI45yGzk7of5jDXODfVNmZvgPS7E7aR/view?usp=sharing
Similar Calculations
আর্কাইভ

মাস বছর