এয়ার এনট্রেইন কংক্রিট

Md. Ashraful Haque, 17-Nov-2012
ভিউ : 23327

  • এই কংক্রিট আবিস্কার কংক্রিট প্রযুক্তিতে একটি বড় আবিস্কার। যেখানা freezing and thawing (বরফ হওয়া ও গলে যাওয়া )ক্রমশ হয় সেখানে এই কংক্রিট ব্যবহার করা হয়। .

  • বাতাশ প্রবেশ্য মিশ্রণ মিশিয়ে তৈনি করা হয়।

এই কংক্রিট নিচের কাজ করে থাকে।

  1. এটি পানির সার্ফেস টান কমিয়ে ফেলে যার কারনে বুদ বুদ তৈরি হয়।

  2. দ্বিতীয়ত এই বাতাশ প্রবেশ এজেন্ট কোলেসেকিং (একত্রিত হওয়া) প্রতিরোধ করে। যেমন বুদ বুদ একসাথে হওয়া। এই বাব্‌ল বা বুদ বুদ ১০ থেকে ১০০০ মাইক্রোমিটার হয়ে থাকে। এবং ১ মি:মি: এর থেকেও বড় বাতাশের ফাদ তৈরি হয়।

FREEZING AND THAWING:

কংক্রিট এর উপর প্রভাব অনুযায়ী দুই ধরনের ঘটনা ঘটে থাকে।

  1. কোংকরিট এর ভেতরের পানি যখন বরফ হয় তখন এর আয়তন 9-10% বেড়ে যায়। এবং এর আশেপাশে চাপ দেয়। যার ফলে ক্রাক দেখা যায়।

কিন্তু বাতাস প্রবেশ এজেন্ট থাকার কারণে এই বাতাস পানির আয়তন বৃদ্ধিতে কিছু জায়গা দেয়। যা কংক্রিট এর উপর অধিক চাপ কমিয়ে দেয়। 

  1. দ্বিতীয়ত কোংকরিট কাঠামোতে দুই অংশ থাকে জমাট ও গলন। যেহেতু জমাট অংশে পানির পরিমান বেশি থাকে তাই পনি যেখানে কম সেখানে যাওয়ার চেষ্ট করে। যদি যেতে না পারে তখন ক্র্যাক বা ফাটল দেখা যায়

  • সাধারণ কংক্রিট বরফীয় আচরনের ৩-৪ মেয়াদের বেশি টিকে থাকতে পারে না। কিন্তু এই কংক্রিট ১০০ মেয়াদেও টিকতে পারে।.

এই কংক্রিট এর অসুবিধা:

  • সাধারণ কংক্রিট এর চেয়ে এই কংক্রিট এর শক্তি কম।

মন্তব্য সমুহ

সাম্প্রতিক কমেন্ট
  • তাহলে এটা কি পানিতে ভাসে ?
  • I need question
  • https://drive.google.com/file/d/1jfI45yGzk7of5jDXODfVNmZvgPS7E7aR/view?usp=sharing
Similar Calculations
আর্কাইভ

মাস বছর