পারভিয়াস কংক্রিট এ ছিদ্রের জাল থাকে। যার ভেল বাতাস বা পানি এর মধ্যে দিয়ে চলাচল করতে পারে। যার ফলে সার্ফেস পানি বা ভুপৃষ্টের পানি নিচে চলে যেতে পারে যা সাধারণ কংক্রিট পারে না।
সকল অথবা কিছু সংখ্যক ফাইন এগ্রিগেট পরিত্যগের মাধ্যমে এই কংক্রিট তৈরি করা হয়। অবশিষ্ট এগ্রিগেট সামান্য পরিমান পোর্টল্যান্ড সিমেন্ট দিয়ে আবদ্ধ করা হয়।
সেটিং পর পর এতে ১৫ থেকে ২৫ শতাংশ পরিমান ফাকা / ফাপা অংশ থাকে যা পানি প্রবাহে সাহায্য করে।
এই কংক্রিট এর খুব একটা রক্ষনাবেক্ষন লাগে না। শুধুমাত্র ফাপা কাঠামো যাতে বন্ধ / জ্যাম না হয়ে যায় তার জন্য রক্ষনাবেক্ষন দরকার।
কনস্ট্রাকশন এর পুর্বে সাইট এর চারপাশে ড্রেইন রাখতে হবে যাতে করে কংক্রিট এর ফাপা অংশে ময়লা বা অন্যকিছু জমতে না পারে।
পারভিয়াস কংক্রিট
Md. Ashraful Haque
17 Nov, 2012
ভিউ : 23849

মন্তব্যসমূহ
এখনো কোনো মন্তব্য নেই।