সর্বাধিক পঠিত রঙ এর গঠন তন্ত্র কংক্রিট এর সেটিং ভাল রঙ এর বৈশিষ্ট্য কখন এবং কিভাবে রং করতে হয় হ্যান্ড ডাই স্টক (Hand Die Stock)

নির্মাণকাজের টুলস

Md. Ashraful Haque, 17-Nov-2012
ভিউ : 101246

নির্মাণ কাজের জন্য ব্যবহৃত হ্যান্ড টুলস এবং ইকুইপমেন্ট সম্বন্ধে ধারণা খুবই গুরুত্বপূর্ণ। এ অধ্যায়ে গাঁথুনি, প্লাস্টার, কাঠের কাজ এবং ঢালাই কাজে ব্যবহৃত প্রচলিত সাধারণ হ্যান্ড টুলস ও ইকুইপমেন্ট সম্পর্কে আলোচনা করা হলো। টুলসের প্রকারভেদ পরিচালনার কৌশল অনুযায়ী টুলস দু’প্রকার। যথা-

  1. হস্তচালিত যন্ত্র (Hand Tools)
  2. শক্তিচালিত যন্ত্র (Power Tools)
নিম্নবর্ণিত ক্ষেত্রে নির্মাণ কাজে টুলস ব্যবহৃত হয়। যেমন-
  1. রাজমিস্ত্রির কাজে।
  2. কাঠমিস্ত্রির কাজে।
  3. রডমিস্ত্রির কাজে।
  4. রংমিস্ত্রির কাজে।
নির্মাণকাজে ব্যবহৃত হ্যান্ড টুলস ক) রাজমিস্ত্রি কর্তৃক ব্যবহৃত হ্যান্ড টুলস ঢালাই, গাঁথুনি, প্লাস্টার ইত্যাদি কাজে ব্যবহৃত প্রয়োজনীয় হ্যান্ড টুলস-
  1. কর্ণিক (Trowel) : কংক্রিট, প্লাস্টার, গাঁথুনী, নিট সিমেন্ট ফিনিশিং ইত্যাদি কাজে ব্যবহার করা হয়।
  2. বল পিন হ্যামার (Ball Peen Hammer) : ইট ভাঁঙ্গা, পেরেক লাগানো, আঘাত করা ইত্যাদি কাজে ব্যবহার করা হয়।
  3. বাশুলি (Brick Hammer) : ক্লোজার ইট তৈরি, দেওয়াল বা ঢালাই পৃষ্ঠ চিপিং করা ইত্যাদি কাজে ব্যবহার করা হয়।
  4. উষা (Float) : কুর্ণি দিয়ে মসলা প্রয়োগ করার পর উষা দিয়ে সমান করা হয়।
  5. ওলন (Plumb Bob) : উলম্বতা পরীক্ষা করার কাজে ব্যবহার করা হয়।
  6. স্পিরিট লেভেল (Spirit Level) : পৃষ্ঠতলের সমতলতা পরীক্ষার কাজে ব্যবহার করা হয়।
  7. গুনিয়া (Mason Square) : সমকোন মাপার কাজে ব্যবহার করা হয়।
  8. মেজারিং টেপ (Measuring Tape) : এটা দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা মাপার জন্য ব্যবহার করা হয়।
  9. কোল্ড চিজেল (Cold Chisel) : ইটের দেওয়ালে বা ঢালাইয়ে গর্ত করা, দেওয়ালের জয়েন্টের মসলা কাটা ইত্যাদি কাজে ব্যবহার করা হয়।
  10. কোদাল (Spade) : মাটি কাটা, বালি সরানো, মসলা মাখানো ইত্যাদি কাজে ব্যবহার করা হয়।
  11. বেলচা (Shovel) : এটা দ্বারা বালি, খোয়া, মসলা, কংক্রিট ইত্যাদি কড়াই এ উঠানো হয়।
  12. কড়াই (Mason Pan) : মসলা বা কংক্রিট বহন করার কাজে ব্যবহার করা হয়।
  13. পাট্টা (Straight edge) : দেওয়ালের উপর মসলা প্রয়োগ করার পর এটা দিয়ে প্রাথমিকভাবে সমান করা হয়।
খ) কার্পেন্টার কর্তৃক ব্যবহৃত হ্যান্ড টুলস কাঠের কাজে ব্যবহৃত প্রয়োজনীয় হ্যান্ড টুলস- ১.         হাতুড়ি (Hammer) :
  • বল পিন হ্যামার (Ball Peen Hammer) : আঘাত করার কাজে ব্যবহৃত হয়।
  • ক্ল হ্যামার (Claw Hammer) : আঘাত করা এবং পেরেক তোলার কাজে ব্যবহৃত হয়।
  • ক্রস পিন হ্যামার (Cross Peen Hammer) : আঘাত করা এবং কেবিনেটের কাজে ব্যবহৃত হয়।
২.         কাঠের হাতুড়ি (Mallet) : কাঠের জোড়া লাগানো বা খোলা, কাঠে হালকাভাবে আঘাত করার কাজে ব্যবহৃত হয়। কাঠে যেন আঘাতের দাগ না পড়ে সে জন্যই এটি ব্যবহৃত হয়। ৩.         করাত (Saw) :
  • হ্যান্ড স (Hand Saw) : যেকোন কাঠ কাটার কাজে ব্যবহৃত হয়।
  • ক্রস কাট স (Crosscut Saw) : অাঁশের আড়াআড়ি কাঠ কাটার কাজে ব্যবহৃত হয়।
  • টেনন স (Tenon Saw) : টেনন জোড়ার টেনন অংশ কাটার কাজে ব্যবহৃত হয়।
  • ডাভটেল স (Dovetail Saw) : হালকা কাজ এবং জয়েন্টের কাঠ নিখুঁতভাবে কাটার কাজে ব্যবহৃত হয়। ডাভটেল জোড়া তৈরীর জন্য বিশেষ উপযোগী।
৪.         রাঁদা (Planer) :
  • জ্যাক প্লেনার (Jack Planer) : চেরাইকৃত কাঠের অমসৃন পৃষ্ঠতলকে মসৃন করার কাজে ব্যবহৃত হয়।
  • স্মুথ প্লেনার (Smooth Planer) : মসৃনকৃত পৃষ্ঠতলকে অধিকতর মসৃন করার কাজে ব্যবহৃত হয়।
  • র‌্যাবিট প্লেনার (Rabbet Planer) : কাঠের অাঁশের অনুকুরে র‌্যাবিট কাটা এবং ফিনিশিং করার কাজে ব্যবহৃত হয়।
  • স্পোক সেভ প্লেনার (Spoke Shave Planer) : কাঠের বক্রতল মসৃন করার কাজে ব্যবহৃত হয়।
৫.         রেত (Wooden File) :
  • ফ্লাট ফাইল (Flat File) : কাঠের সমতল বা উত্তল পৃষ্ঠতল মসৃন করার কাজে ব্যবহৃত হয়।
  • রাউন্ড ফাইল (Round File) : ছোট গোলাকার ছিদ্র বড় করার কাজে ব্যবহৃত হয়।
  • হাফ রাউন্ড ফাইল (Half Round File) : বক্রতল মসৃন করার কাজে ব্যবহৃত হয়।
  • স্কয়ার ফাইল (Square File) : চারকোণা ছিদ্র মসৃন করার কাজে ব্যবহৃত হয়।
  • ট্রাইঅ্যাংগুলার ফাইল (Triangular File) : করাত ধার দিতে ব্যবহৃত হয়।
৬.         বাটাল (Wooden Chisel) :
  • ফারমার চিজেল (Firmer Chisel) : কাঠের জোড়ায় বা সংকীর্ণ জায়গায় কাঠ কাটার কাজে ব্যবহৃত হয়।
  • বেভেল্ড চিজেল (Bevelled Edge Chisel) : কাঠের জোড়ার কোণা পরিষ্কারের কাজে ব্যবহৃত হয়।
  • মর্টিস চিজেল (Mortise Chisel) : মর্টিস জোড়া তৈরীর কাজে ব্যবহৃত হয়।
  • গাউজেস চিজেল (Gouges Chisel) : টার্নিং এর কাজে এবং কাঠের গোলই কাটার কাজে ব্যবহৃত হয়।
৭.         হ্যান্ড ড্রিল (Hand Drill) : কাঠে ছিদ্র করার কাজে ব্যবহৃত হয়। ৮.         র‌্যাচেট ব্রেস (Ratchet or Bit Brace) : অল্প পরিসরে কাঠে ছিদ্র করার কাজে ব্যবহৃত হয়। ৯.         মার্কিং গেজ (Marking Gauge) : কাঠের পার্শ্ব বা প্রান্তের সমান্তরালে কাঠের ওপর দাগ টানার কাজে ব্যবহৃত হয়। ১০.       ফোল্ডিং রুল (Folding Rule) : কাঠের বিভিন্ন অংশের ছোট ছোট মাপ গ্রহনের কাজে ব্যবহৃত হয়। ১১.       স্টিল টেপ (Steel Tape) : কাঠের বিভিন্ন অংশের মাপ গ্রহনের কাজে ব্যবহৃত হয়। ১২.       মাটাম (Try Square) : কাঠের কোণার সমকোন ও পৃষ্ঠতলের সমতলতা নিরীক্ষা করতে এবং ছোটখাট মাপ নেয়ার কাজে ব্যবহৃত হয়। ১৩.       স্ক্রু ড্রাইভার (Screw Driver) : স্ক্রু লাগানো এবং খোলার কাজে ব্যবহৃত হয়। ১৪.       ক্লাম্প (Clamp) : আঠা দিয়ে কাঠ জোড়া দিতে, আসবাবপত্রের বিভিন্ন অংশ জোড়া দেয়ার জন্য সাড়াশির মতো একত্রে ধরতে, ছোট ছোট কাঠে বাটালের কাজ করতে ইত্যাদি ক্ষেত্রে সি ক্লাম্প/জি ক্লাম্প/স্যাস ক্লাম্প ব্যবহার করা হয়। ১৫.       টেবিল ভাইস (Table Vice) : কাঠকে শক্তভাবে আটকিয়ে করাত বা বাটালের সাহায্যে কাজ করার কাজে ব্যবহৃত হয়।

মন্তব্য সমুহ

সাম্প্রতিক কমেন্ট
  • তাহলে এটা কি পানিতে ভাসে ?
  • I need question
  • https://drive.google.com/file/d/1jfI45yGzk7of5jDXODfVNmZvgPS7E7aR/view?usp=sharing
Similar Calculations
আর্কাইভ

মাস বছর